এস.এমপি স্পোর্টস কালেকশন নামে ক্রীড়া সামগ্রীর নতুন শোরুম উদ্বোধন
স্টাফ রিপোর্ট:
সিলেট বন্দরবাজারে এস,এম,পি স্পোর্টস কালেকশন নামে ক্রীড়া সামগ্রীর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে । সোমবার ৪ জানুয়ারি বাদ আছর বন্দরবাজার কমন মার্কেটের দ্বিতীয় তলায় স্পোর্টস সামগ্রীতে ভরপুর এ শোরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে নতুন দোকানের ফিতা কেটে এর উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের ২২,২৩ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেবেকা আক্তার লাকি।
এ সময় অন্যান্যর উপস্থিত ছিলেন, বন্দর বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা তাজুল আহমদ ,হাজী আব্দুল মুতলিব,সভাপতি রিংকন আহমদ,সেক্রেটারি রনি আহমদ,এমসি কলেজের সাবেক সদস্য সচিব দেলওয়ার হোসেন,হাসান মার্কেট ব্যবসায়ী কাওছার আহমেদ সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের সত্বাধিকারি মো: আব্দুল খালিক জানায় উল্লেখ্য, চুয়াডাঙ্গা অরিজিনাল কেরেম বোড সহ ব্যাট, বল ও জীম সামগ্রী সহ দেশী-বিদেশী টাউজার, হাফ প্যান্ট, জার্সি, গেঞ্জী, টাকস্যুট ইত্যাদি ক্রীড়া সামগ্রী খুছরা ও পাইকারী পাওয়া যাবে যা অনলাইনে ও বিক্রির ব্যবস্হা রয়েছে।আমাদের মাহাজন পটি মুকে মেসাস করিম স্পোর্টস নামে আরেকটি দোকান রয়েছে l
সিলেট/এমএস