সিলেট ৯ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী ইউসুফ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি এখন নিহত আলী ইউসুফের বাড়িতে আছি। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জে আনা হচ্ছে।’
নিহত ছাত্রদল নেতা আলী ইউসুফ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ও পৌর এলাকার আনোয়ারপুরের মো. হাসান আলীর ছেলে।
এদিকে ইউসুফের মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের মাতম চলছে।
মঙ্গলবার দিনগত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দর্ঘটনায় ১৭ যাত্রী নিহত ও শতাধিক আহত হন।