সিলেট ১১ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
সুনামগঞ্জের ছাতকে বাস চাপায় ফারুক মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭নভেম্বর) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া দক্ষিন সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের মকবুল আলীর পুত্র। তিনি রাইলী গ্রামে তার শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। জা
না যায়, সকালে কৈতক হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য শশুর বাড়ি থেকে বের হন ফারুক মিয়া। রাউলী এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি দ্রুতগতির বাস (নং-সিলেট জ-১১৮৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জাতুয়া এলাকায় সড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। হাইওয়ে পুলিশ গাড়িটি জব্ধ করেছে।