সিলেট ৯ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯
হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনা মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের নুর ইসলামের পুত্র।
আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, ওই কিশোর একই এলাকার জনৈক এক শিশুকে খেলার ছলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্ঠা চালায়। এসময় মেয়েটির শোর-চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়।
পরে ওই শিশুটিকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটির বাবা মারা গেছে এবং তার মা ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করে বলেও জানান ওসি। শিশুটি একই এলাকার তার নানার বাড়িতে থাকত।
ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও শিশুটির ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।