সিলেট ৭ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
‘মোটা নারী স্বর্গে যাবে না’ এমন মন্তব্যের অভিযোগ এনে মঞ্চ থেকে এক যাজককে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন এক নারী।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ব্রাজিলে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই যাজক বক্তব্য দেয়ার সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ধর্মীয় অনুষ্ঠানে যাজক বক্তব্য দেয়ায় সময় এক নারী দ্রুত মঞ্চে উঠে আসেন। বক্তব্যের মধ্যেই ওই যাজককে সজোরে ধাক্কা মেরে মঞ্চ থেকে ফেলে দেন।
এতে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান। তবে ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।
এ ঘটনার পরে ওই নারী দাবি করেন, ওই যাজক বলেছেন- মোটা নারী স্বর্গে যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন।