দোয়ারাবাজারে নিজ ঘরে নারীর গলাকাটা লাশ, ছেলে আটক
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:১৯,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৯ | সংবাদটি ৬ বার পঠিত
সিলেটেরকন্ঠডটকম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসতঘরে আফিয়া বেগম (৪৫) নামের এক নারীর গলাকাটা লাশ পাওয়া গেছে।
সোমবার বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের ওই নারীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মৃত নারীর পুত্র জাহাঙ্গীরকে (২০) আটক করেছে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।